1. ra7665785@gmail.com : admin :
নওগাঁর রানীনগরে ওমর বক্স নামে এলজিইডির উপসহকারি প্রকৌশলী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা - Alifnewstv.com
শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০১:৫৭ পূর্বাহ্ন

নওগাঁর রানীনগরে ওমর বক্স নামে এলজিইডির উপসহকারি প্রকৌশলী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ২২ Time View

 

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ

নওগাঁর রাণীনগরে ওমর বক্স নামে এলজিইডির এক উপসহকারী প্রকৌশলীর গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার দামুয়া গ্রামে এ ঘটনা ঘটে। ওমর বক্স (৫৮) ওই গ্রামের মৃত জছের আলী সরদারের ছেলে। তিনি নওগাঁর মহাদেবপুর উপজেলা এলজিইডি অফিসে উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ওমর বক্সের স্ত্রী-সন্তান নওগাঁ শহরে বসবাস করতেন। আর গ্রামের বাড়ি রাণীনগর উপজেলার দামুয়া গ্রামে তার মা থাকতেন। বুধবার সন্ধ্যার দিকে ওমর বক্স গ্রামের বাড়িতে যান। রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন তিনি। এরপর ঘুম থেকে উঠে ওমর বক্স ও তার মা ফজরের নামাজ পড়েন। নামাজ শেষে ছেলে ওমর বক্সের জন্য তার মা রান্না করতে যান। রান্না শেষে ওমর বক্সকে ডাকতে গিয়ে তার মা দেখেন ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওমর বক্স ঝুলছে। এরপর ঘটনাটি রাণীনগর থানা পুলিশকে জানানো হয়।
স্বজনদের দাবি, দীর্ঘদিন ধরে ওমর বক্সের পারিবারিক কলহ চলছিল। এরই জের ধরে হতাশাগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যা করেছেন।রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে ওমর বক্সের লাশ উদ্ধার করা হয়েছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি তিনি আত্মহত্যা করেছেন। ওসি জানান, তার মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় ওমর বক্সের পরিবারের পক্ষ থেকে থানায় ইউডি মামলা দায়ের করেছেন।
নওগাঁ #

Please Share This Post in Your Social Media

More News Of This Category