1. ra7665785@gmail.com : admin :
নওগাঁর মান্দা উপজেলার মৈনম জলছত্র মোড়ে এ, এম, বি,ইটভাটায় অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা - Alifnewstv.com
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৮:১১ অপরাহ্ন

নওগাঁর মান্দা উপজেলার মৈনম জলছত্র মোড়ে এ, এম, বি,ইটভাটায় অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ২৭ Time View

 

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁ জেলার মান্দা উপজেলার মৈনম ইউনিয়ানে জলছাত্র মোড় এলাকায় অবৈধ এ,এম,বি ইটভাটায় অভিযানে
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর নির্দেশে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এক ভাটার মালিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের জলছত্র এলাকায় মেসার্স এ. এম. বি. ব্রিক্সে অভিযান চালান। এ অভিযান পরিচালনা করেন, মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা। এ ছাড়াও অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, মান্দা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সার্বিক সহযোগিতা প্রদান করেন। এই অভিযান অব্যাহত থাকবে। প্রশাসন সূত্রে জানা যায়, মেসার্স এ. এম. বি  ব্রিকস কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ধারা ৪ লঙ্ঘণে ১৪ ধারা অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ প্রসঙ্গে ইউএনও মোঃ শাহ আলম মিয়া বলেন, মান্দা উপজেলার প্রত্যেকটি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালিত হবে এবং আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category