1. ra7665785@gmail.com : admin :
নওগাঁর ধামইরহাটে রাজশাহী বন বিভাগের আয়োজনে হ্রাসকরন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত - Alifnewstv.com
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৮:১০ অপরাহ্ন

নওগাঁর ধামইরহাটে রাজশাহী বন বিভাগের আয়োজনে হ্রাসকরন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৩ Time View

 

উজ্জ্বল কুমার সরকার
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে বন বিভাগের আয়োজনে সরকারি কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গের সমন্বয়ে জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ, প্রতিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন অভিঘাত, অভিযোজন ও হ্রাসকরন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী সামাজিক বন বিভাগ পাইকবান্দা রেঞ্জের আয়োজনে ধামইরহাট বনবিট অফিস চত্বরে ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ, উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, নওগাঁ সহকারি বন সংরক্ষক মেহেদিজ্জামান, পাইকবান্দা রেঞ্জ কর্মকর্তা ফরহাদ জাহান, বন্যপ্রাণী ইন্সপেক্টর জাহাঙ্গীর কবীর,বন বিট কর্মকর্তা আনিসুর রহমান। বিষয় ভিত্তিক বিভিন্ন সমস্যা তুলে ধরেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, নারী নেত্রী বেলী খাতুন, বাংলাদেশ বায়োডাইভারসিটি কনজারভেশন ফেডারেশন ( বিবিসিএফ) এর সহ-সভাপতি ইউনুছার রহমান হেফজুল, জবইবিল জীববৈচিত্র সংরক্ষণ সংস্থার সভাপতি সোহানুর রহমান সবুজ, উপদেষ্টা ও সাংবাদিক তসলিম উদ্দিন, ধামইরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মালেক। বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর এবং জীব বৈচিত্র্য রক্ষায় বন বিভাগের ভবিষ্যৎ কার্যক্রম উপস্থাপন করেন বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ। তিনি বন ও জীব বৈচিত্র সংরক্ষণে সকলকে ভূমিকা রাখার আহ্বান জানান।
একইদিন রাজশাহী সামাজিক বন বিভাগ ধামইরহাট বনবিট এর আয়োজনে সামাজিক বনায়নের মাধ্যমে রাজশাহী বরেন্দ্র অঞ্চলের পরিবেশ সুরক্ষা প্রকল্পের আওতায় আলতাদিঘী জাতীয় উদ্যানের জন্য পরিবেশবান্ধব ইকো ট্যুরিজম ব্যবস্থাপনা, প্রতিবেশ সংরক্ষণ, টুরিস্ট গাইড তৈরি বিষয়ক ৩ তিনদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন প্রশিক্ষক রঘুনাথ বিশ্বাস।
নওগাঁ #

Please Share This Post in Your Social Media

More News Of This Category