1. ra7665785@gmail.com : admin :
নওগাঁর চৌমাশিয়া ধুনজইল মোড়ে সড়ক দুর্ঘটনায় মনিরুল ও সরাফাত নামে ২ জন ছাত্রের মর্মান্তিক মৃত্যু - Alifnewstv.com
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০৪ পূর্বাহ্ন

নওগাঁর চৌমাশিয়া ধুনজইল মোড়ে সড়ক দুর্ঘটনায় মনিরুল ও সরাফাত নামে ২ জন ছাত্রের মর্মান্তিক মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৩২ Time View

উজ্জ্বল কুমার সরকার
নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুর উপজেলার চৌমাশিয়ার ধুনজইল মোড়ে, মোটরসাইকেলের সাথে ব্যাটারি চালিত অটো চার্জারের সাথে ধাক্কা খেয়ে মনিরুল ইসলাম (২৩) ও সারাফাত হোসেন (২২) নামের দুই ছাত্রের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটে রোববার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার সাবেক চিনি-মিল,ধনজইল মোড়ে। নিহত সারাফাতুল উপজেলার জয়পুর সরদারপাড়া গ্রামের মাহমুদুল হাসানের ছেলে ও ঢাকা কলেজের ইসলামের ইতিহাস বিষয়ের ছাত্র পিতা মাহমুদুল হাসান ও মনিরুল ইসলাম উপজেলার গোঁফানগর গ্রামের মোবারক হোসেনের ছেলে ও শিবপুর বরেন্দ্র ডিগ্রি কলেজের ডিগ্রি কলেজের ছাত্র। সরেজমিনে জানা যায়, আজ সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নিহতরা নিজের কাজ শেষ করে মোটরসাইকেল নিয়ে নওগাঁ থেকে বাসায় আসছিল। এসময় নওহাটা মোড় পার হয়ে আসার পর ধনজইল মোড়ে আসলে বিপরীত দিক থেকে আসা একটি চার্জারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল থেকে তারা ছিটকে পরে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। সংবাদ পেয়ে সাথে সাথেই স্থানীয়রা নওহাটা মোড় ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ হাসমত আলী বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
নওগাঁ #

Please Share This Post in Your Social Media

More News Of This Category