1. ra7665785@gmail.com : admin :
নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ - Alifnewstv.com
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১০:২৫ অপরাহ্ন

নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১২০ Time View

 

উজ্জ্বল কুমার সরকার
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে এক শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার রাইগাঁ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক (গণিত) মো. মোস্তাফিজুর রহমান বিদ্যালয় ও তার প্রাইভেট কক্ষে বিভিন্ন সময়ে ওই বিদ্যালয়ের একাধিক ছাত্রীর সাথে অশালীন আচরণ ও তাদের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়াসহ নানা ধরণের যৌন হয়রানিমূলক আচরণ করেছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক মোস্তাফিজুর রহমানের বরখাস্ত ও শাস্তির দাবীতে গত বুধবার ও বৃহস্পতিবার বিদ্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে শিক্ষার্থীরা। এ বিষয়ে ওই বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী বিপাশা, ৭ম শ্রেণির ছাত্রী আনিশা আলম, ৮ম শ্রেণির ছাত্রী ইশরাত জাহান, রিপা ও আজমেরী প্রধান শিক্ষকের কাছে অভিযোগ দেন।
প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম শাহ্ গত ৫ নভেম্বর অভিযোগের বিষয়টি লিখিতভাবে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামানকে জানান। অভিযুক্ত শিক্ষক মোস্তাফিজুর রহমান রাজশাহী হাসপাতালে চিকিৎসাধীন থাকায় এ বিষয়ে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে তার ভাই সানোয়ার ও মামুন বলেন, মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে যৌন হয়রনির অভিযোগ এনে তাকে ফাঁসাতে এ ষড়যন্ত্র করছে একটি মহল। এ অভিযোগ শোনার পর তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও তারা জানান। অভিযোগ পাওয়ার পর গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. ফরিদুল ইসলাম ওই বিদ্যালয় গিয়ে বিষয়টি তদন্ত করেন। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার মো. ফরিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তদন্তের সময় অনেক ছাত্রী ওই শিক্ষকের দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছেন বলে সাক্ষ্য দেন। ওই শিক্ষকের বিরুদ্ধে এর আগেও এমন অভিযোগ উঠেছিল বলেও তিনি জানান। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নওগাঁ#

Please Share This Post in Your Social Media

More News Of This Category