1. ra7665785@gmail.com : admin :
নওগাঁয় বসতবাড়ির ভিতর থেকে স্বামীওস্ত্রী মৃতদেহ উদ্ধার - Alifnewstv.com
শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৬:৩১ পূর্বাহ্ন

নওগাঁয় বসতবাড়ির ভিতর থেকে স্বামীওস্ত্রী মৃতদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৫৪ Time View

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ

নওগাঁর মান্দায় বসতঘর থেকে স্বামী ও স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। ওই মরদেহগুলোর পাশ থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) গভীর রাতে ভারশোঁ ইউনিয়নের ভারশোঁ পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রোববার সকালে ময়নাতদন্তের জন্য স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।এ ঘটনায় নিহতরা হলেন – ভারশোঁ পশ্চিমপাড়া গ্রামের আতাউর রহমান (৭২) ও তার স্ত্রী মারুনি বিবি (৬৫)। মেয়েদের বিয়ে দেওয়ার পর বাড়িতে এই দম্পতি ছাড়া কেউ থাকতেন না।নিহতের প্রতিবেশী শফিকুল ইসলাম বলেন,পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ চলে আসছিল। শনিবার গভীর রাতে আতাউর রহমানের মেয়ে কাজলি বিবি আমাকে ফোনে জানায়, তার বাবা আত্মহত্যা করতে পারেন। কারণ ফোন করে মেয়েদের কাছে মাফ চেয়েছিলেন তিনি। বিষয়টি জরুরিভাবে দেখার জন্য আমাকে অনুরোধ করেন। তখন আশপাশের লোকজন নিয়ে আতাউরের বাড়িতে গিয়ে ডাকাডাকির পরও কারো সাড়া পাওয়া যায়নি। পরে দরজা ভেঙে ঘরে ঢুকলে দু’জনের মরদেহ পাওয়া যায়বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় মারুনি বিবির মাথায় একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহের পাশ থেকে একটি শাবল ও চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটেও এ ধরনের আভাস পাওয়া গেছে।
তিনি আরও বলেন, পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রীকে হত্যার পর স্বামী আতাউর রহমান আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে
নওগাঁ #

Please Share This Post in Your Social Media

More News Of This Category