মোঃ রুবেল আহমেদ ( মাদারীপুর জেলা প্রতিনিধি )
লুঠিত অর্থ উদ্ধার করব,বিনা সুদে পুজি নেব ।দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে মহাসমাবেশ । এই মহাসমাবেশ এর আয়োজন করেন অহিংস গনঅভুত্থান বাংলাদেশ । স্থান রাজার চর খাশের হাট, সন্ন্যাসীরচর ইউনিয়ন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্ন্যাসীরচর ইউনিয়ন এর গন্যমান্য ব্যাক্তিগন ৩নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ তোতা মিয়া খলিফা, মোহাম্মদ ফজলু ডাক্তার এবং সন্ন্যাসীরচর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান জনাব কহিনুর হাওলাদার সাহেব।
এই সমাবেশ এর মাধ্যমে সাধারণ জনগণ সচেতন নাগরিক হিসেবে পাচারকিত অর্থ উদ্ধার করার জন্য ২৫শে নভেম্বর ঐতিহাসিক মহাসমাবেশ এর ডাক দিয়েছেন ঢাকা সাহাবাগ ময়দানে । একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই অর্থ উদ্ধার করার জন্য শাহবাগ ময়দানে উপস্থিত হয়ে সমাবেশকে সফল করার জন্য আহ্বান জানায় ।নিজ খরচে ঢাকা যেতে হবে নিজ নিজ অবস্থান থেকে । এই আয়োজন কে সাধুবাদ জানান সন্ন্যাসীরচর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান, বলেন অনেক একটা কাজের উদ্দেগ গ্রহণ করেছেন আপনারা।