মোঃ জুয়েল খাঁন খুলনা বিভাগীয় প্রতিনিধি।
সারা দেশ ব্যাপি যৌথবাহিনীর নিয়মিত অভিযান এর অংশ হিসেবে নৌবাহিনী পরিচালিত যৌথ অভিযানে খুলনার দিঘলিয়া উপজেলার গাজীর হাট বাজার এলাকা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলে এ তথ্য নিশ্চিত করেছেন অভিযান পরিচালনা কারি বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট বাশেদ।
গতকাল ১২ নভেম্বর২৪ ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাত্রে দিঘলিয়া উপজেলার গাজিরহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মোহাম্মদ বাদশা গাজী কে আটক করা হয়। আটক কৃত বাদশা গাজী বি এন পি এর রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন বলে জানা যায়। ২০২২ সালে গঠিত দিঘলিয়া উপজেলার গাজির হাট ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে মনোনীত হন।আটক কৃত বাদশা গাজীর বাড়ি তল্লাশি করে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১ রাউন্ড পরিত্যক্ত গোলা ও আনুমানিক ১ কেজি গান পাউডার উদ্ধার করা হয়।
উক্ত অভিযানে দিঘলিয়া থানার পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করেন। আটকৃত ব্যক্তির বিরুদ্ধে দিঘলিয়া থানায় ইতিপূর্বে ৬ টি নাশকতার মামলা রয়েছে বলে জানা যায়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ আটকৃত ব্যক্তিকে দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল অভিযান চলমান থাকবে।