আব্দুল্লাহ আল মামুন (আলমডাঙ্গা) চুয়াডাঙ্গা :
ছাত্র ছাত্রীদের অংশগ্রহণ এ হয়ে গেল চুয়াডাঙ্গা জেলার
আলমডাঙ্গা উপজেলার সাধারণ শিক্ষার্থীদের শহর সংস্কার কর্মসূচি।
সকাল সাড়ে ৮ টায় আলমডাঙ্গার সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীরা শহরের স্বাধীনতা স্তম্ভ’ ৭১ মোড় থেকে শুরু করে চারতলা মোড় অবধি সকল অপ্রয়োজনীয় পোস্টার অপসারণ, রাস্তা পরিষ্কার, স্বাধীনতা স্তম্ভ পরিষ্কারসহ উপজেলা পরিষদ গেট, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের গেট ও অন্যান্য স্থাপনা পরিষ্কার ও শহরের অপ্রয়োজনীয় বর্জ্য অপসারণ করে। একইসাথে মানুষের চলাচলের সুবিধা ও দুর্ঘটনা এড়াতে আলিফ উদ্দিন মোড়ে রাস্তায় স্পিড ব্রেকার রঙ করা হয়।
এসময় শিক্ষার্থীরা পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে দোকানে দোকানে ও সাধারণ নাগরিকদের সাথে কথা বলে। শহর পরিচ্ছন্ন রাখতে সবসময় নিয়ম মেনে চলার প্রস্তাব সকল শ্রেণি-পেশার মানুষ সাদরে গ্রহণ করে। এছাড়াও বিভিন্ন মাধ্যমে মানুষের শিক্ষার্থীদের এই কাজকে সমর্থন দিয়ে ভালোবাসা ছড়ায়।
একজন ভ্যানচালক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বেশকিছু ফুল দেন আর বলেন, “তুমরাই এই দেশটাক সুন্দর করতি পারবা। তুমাগের জন্যি মনেরতি দুয়া করি।” এছাড়াও সকল শ্রেণি পেশার মানুষের মধ্যে কেউ কেউ পানি, বিস্কুট, স্যালাইন, সিঙ্গাড়া ও মিষ্টি ইত্যাদি বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের এই কার্যক্রমকে সাধুবাদ জানান।
শিক্ষার্থীরা জানান, “একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসাবে আলমডাঙ্গা শহরকে অনন্য পর্যায়ে নিয়ে যেতে আমরা একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই। আমাদের পরবর্তী কাজটুকু সহজ করতে সহযোগিতা করতে পারবে আলমডাঙ্গা পৌরসভা ও সর্বস্তরের নাগরিক। সকলের সহায়তায় আমরা একটি সুন্দর আলমডাঙ্গা দেখতে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কাজ করব।”
শিক্ষার্থীদের এই কর্মসূচি বেলা ১২ টা পর্যন্ত চলমান ছিল। আলমডাঙ্গার সিংহভাগ মানুষের প্রত্যাশা এই শিক্ষার্থীরাই একসময় একটি সুন্দর আলমডাঙ্গা উপহার দিতে পারবে।