1. ra7665785@gmail.com : admin :
ঢাকা আশুলিয়ায় রান্নাঘরে সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১১ " - Alifnewstv.com
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন

ঢাকা আশুলিয়ায় রান্নাঘরে সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১১ “

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭২ Time View

 

রাজ রোস্তম আলী স্টাফ রিপোর্টার :

ঢাকা সাভার আশুলিয়ায় রান্নাঘরে সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ দগ্ধ ১১
ঢাকা সাভারের আশুলিয়ায় পিঠা রান্না করতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে চার শিশুসহ অন্তত ১১ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার গোমাইল এলাকার আমজাদ ব্যাপারীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- মোছা. সূর্য বানু (৫৫), মোছা. জহুরা বেগম (৭০), মো. মনির হোসেন (৪৩), সোহেল (৩৮), সুমন মিয়া (৩০), শিউলি আক্তার (২৫), শারমিন (২৫), ছামিন মাহমুদ (১৫), মাহাদী (০৭), সোয়ায়েদ (০৪) ও মোছা. সুরাহা (০৩)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই তলা বাড়ির দ্বিতীয় তলায় সুমন মিয়া দুই সন্তান নিয়ে ভাড়া থাকতেন। শবে বরাত উপলক্ষ্যে আজ রাতে তার ভাই সোহেল পরিবার বেড়াতে আসেন। সোহেল অন্য স্থানে ভাড়া থাকতেন। তার মা সাত দিন সোহেলের বাসায় আর সাত দিন সুমনের বাসায় থাকতেন। আজ সবাই সুমনের বাসায় যান। রাতে পিঠা বানানোর সময় বিস্ফোরণ হয়ে আগুন ধরে। এসময় তাদের পরিবারের শিশু ও নারীসহ মোট ১১ জন দগ্ধ হন।
দগ্ধে সোহেল রানা গণমাধ্যমকে বলেন, শবে বরাত উপলক্ষে আজ পরিবার নিয়ে ভাইয়ের বাসায় যাই। সেখানে পিঠা বানানোর সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ হয়। নিমিষেই ঘরে আগুন পরিবারের সবাই দগ্ধ হয়। তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category