1. ra7665785@gmail.com : admin :
টানা বৃষ্টি ও ভারত থেকে আসা উজানের ঢলে বাড়ছে হবিগঞ্জের খোয়াই নদীর পানি। - Alifnewstv.com
September 15, 2024, 2:32 am

টানা বৃষ্টি ও ভারত থেকে আসা উজানের ঢলে বাড়ছে হবিগঞ্জের খোয়াই নদীর পানি।

Reporter Name
  • Update Time : শুক্রবার, আগস্ট ২৩, ২০২৪
  • 32 Time View

তুহিনুর রহমান তালুকদার
স্টাফ রির্পোটার

টানা বৃষ্টি ও ভারত থেকে আসা উজানের ঢলে বাড়ছে হবিগঞ্জের খোয়াই নদীর পানি। প্রায় সবগুলো পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শহর রক্ষা বাঁধ পানিতে ছুঁই ছুঁই। ফলে হবিগঞ্জ শহরসহ খোয়াই নদীর দুই পারে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এতে আতঙ্কে রয়েছেন হবিগঞ্জের মানুষ।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যমতে, বুধবার (২১ আগস্ট) বিকেল ৩টার দিকে খোয়াই নদীর বাল্লা পয়েন্টে পানি বিপৎসীমার ২০০, শায়েস্তাগঞ্জে ১২৩ ও মাছুলিয়া পয়েন্টে ১৯৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। হবিগঞ্জ শহরের মাহমুদাবাদ এলাকার রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র রিফাত রহমান বলেন, আমরা মাহমুদাবাদ এলাকার বাসিন্দারা খুবই আতঙ্কিত, কারণ আমাদের কাছেই খোয়াই নদী, নদীর বাঁধ যদি ভেঙে যায়, তাহলে আমরাই বেশি ক্ষতিগ্রস্ত হবো।
শহরের মাছুলিয়া এলাকার বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের খোয়াই নদীর বাঁধ দুর্বল, কারণ খোয়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি কুচক্রী মহল, যার ফলে আজকে আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার দ্বারপ্রান্তে।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. একরামুল হক জানান, খোয়াই নদীর ভারতের প্রান্তে ত্রিপুরায় সাতটি গেট খুলে দেওয়ার খবর পেয়েছে পাউবো। যে কারণে পানির প্রবল প্রবাহ নেমে আসছে হবিগঞ্জের দিকে। আর হাওরে কয়েকটি বাঁধ দিয়ে পানি গিয়ে হাওর টইটম্বুর হয়ে ফলে পানি আর যাচ্ছে না। যার কারণে খোয়াই নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে এবং নদের দুই পারের জনপদই বন্যার ঝুঁকিতে পড়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category