1. ra7665785@gmail.com : admin :
ঝিকরগাছায় ৭ দফা দাবিতে এম এল স্কুলের শিক্ষার্থীদের বিক্ষোভ - Alifnewstv.com
শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০২:৩২ পূর্বাহ্ন

ঝিকরগাছায় ৭ দফা দাবিতে এম এল স্কুলের শিক্ষার্থীদের বিক্ষোভ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ১৩৪ Time View

যশোরের ঝিকরগাছা পৌরসভার অন্তর্গত সবচেয়ে প্রাচীন বিদ্যাপিঠ ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদের অপসারণ সহ ৭ দফা দাবিতে বিক্ষোভ করেছে স্কুলের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২২ আগষ্ট) সকাল নয়টা থেকে বেলা ১টা পর্যন্ত স্কুলের গেটে তালা লাগিয়ে দিয়ে গেটের সামনে অবস্থান নিয়ে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। এসময় শিক্ষার্থীরা কোটি টাকার দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে আগামী রবিবার (২৫ আগষ্ট) এর মধ্যে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীদের অন্য দাবি গুলো হলো স্কুলের সকল দুর্নীতির সুষ্ঠু আইনি তদন্ত এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ, প্রতিটা খাতের আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব, নতুন দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকের বাধ্যতামূলক ক্লাস নেওয়া, স্কুলের অতীত ঐতিহ্য এবং সুনাম ফিরিয়ে আনা, অবৈধ বেতন নেওয়া বন্ধ করা এবং নির্দিষ্ট খাতের আয় নির্দিষ্ট খাতে সঠিকভাবে ব্যয় করা। বিক্ষোভ চলাকালীন স্কুলের সকল শিক্ষকদের পক্ষ থেকে সহকারী প্রধান শিক্ষক মোঃ সাজ্জাদুল আলম শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেতে আহবান করেন এবং তাদের দাবি গুলো লিখিতভাবে জমা দিতে আহবান জানান। কিন্তু শিক্ষার্থীরা প্রধান শিক্ষক পদত্যাগ না করা পর্যন্ত ক্লাসে ফিরবে না বলে জানান এবং দাবিগুলো লিখিতভাবে জমা দেন। ছাত্রদের সাথে এসময় বৈষম্য বিরোধী ছাত্রসমাজ ঝিকরগাছার প্রতিনিধি হিসেবে মোঃ রাতুল হাসান, মোঃ তৌহিদুল ইসলাম বাপ্পি, আল আসিফ হিমেল সহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন।

এদিকে প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ গত ১৯ তারিখ থেকে ছুটিতে আছেন এবং আজ ৩০ দিনের মেডিকেল ছুটির আবেদন করেছেন বলে বিশ্বস্ত সুত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category