মণিরামপুর থেকে সাবিবর হাসান স্টাফ রিপোর্টার,পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত
ভরবো মাছে মোদের দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে মণিরামপুর আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
৩১ জুলাই বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ৫ মণিরামপুর আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার মণিরামপুর থানার ওসি এবি এম মেহেদী মাসুদ উপজেলা ভাইস চেয়ারম্যান সন্দীপ ঘোষ উপজেলা মৎস্য কর্মকর্তা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার ও নেতাকর্মীবৃন্দ।