1. ra7665785@gmail.com : admin :
জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার শিকার রেজাউল - Alifnewstv.com
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন

জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার শিকার রেজাউল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ২০৯ Time View

ইমাদুল ইসলাম :
যশোরের অভয়নগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলার শিকার রেজাউল ৬/৮/২৪ তারিখে দুপুর ১২ টার দিকে অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের বাশুয়াড়ী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। একই এলাকার আছির উদ্দীনের ছেলে দাউদ ও দেলোয়ার হোসেনের নেতৃত্বে প্রায় ১০ থেকে ১২ জন লোক লাঠিসোটা, দা-বটি দিয়ে এ হামলার ঘটনা ঘটায়। এরা হলো বাশুয়াড়ির আইনউদ্দিন এর ছেলে আজব আলী(৪৫),আজব আলীর পুত্র রিয়াদ(২০),সিদ্দিকের পুত্র আবুল হোসেন(৫৫), আজিজ সদ্দার এর পুত্র সুদখোর ও নামধারী সন্ত্রাসী টুকু সর্দার(৫৫) সহ নছিম বিশ্বাসের পুত্র ইস্রাফিল(৪৫)
যশোর অভয়নগরের ভাংরি ব্যবসায়ী রেজাউল এর বসতভিটা সহ ১৮ শতক ৮৩. জমি দখল সহ হত্যার হুমকি দিয়ে আসছে।আনুমানিক দুবছর যাবত জমি নিয়ে ঝামেলা চলে।এমন অবস্থায় এলাকার সালিশ এর মাধ্যমে জমি রেজাউল এর দখলে থাকে ও আদালতে একাধিক মামলা চলমান।দখল পাওয়ার পর রেজাউল তার জমিতে গাছ সহ খুটি দিয়ে দখলে রাখে এমন অবস্থায় সবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছাড়লে ৬ তারিখে দাউদ দেলোয়ার সহ এলাকার উপরুক্ত চিহ্নিত সন্ত্রাসী বাহিনীরা ও রেজাউল এর জমির গাছ কাটা সহ ১ লক্ষ টাকার জিনিস নষ্ট করে ও ভুক্তভোগী রেজাউল এর পরিবারের লোকজন কে মারধর করে।সংবাদ সংগ্রহ করতে গিয়ে জানা যায় রেজাউল এর মা ছায়রা বেগম অসুস্থ থাকাই অভয়নগরের বিশ্বাস ক্লিনিকে অপারেশন করা হয় উক্ত হাসপাতালে দাউদ এর জামাই নওয়াপাড়ার কুখ্যাত সন্ত্রাসী কসাই বাপ্পি অজ্ঞাত সাত জন রেজাউলকে বেধর মারধর করে ও হত্যার হুমকি দিয়ে বলে যে জমির কাছে গেলে বাসায় গিয়ে জবাই করে আসবে ও তার কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা কেড়ে নেয়।জিবনের ভয়ে রেজাউল তার মাকে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে পাচ্ছে না।তথ্য সংগ্রহের বিশ্বাস ক্লিনিকের নাহিদ কে ফোন দিলে সে ঘটনার সত্যতা স্বীকার করেন।রেজাউল প্রশাসনের কাছে নিরাপত্তা সহ তার জমির মালিকানা ফেরত চেয়ে আবেদন করেন

Please Share This Post in Your Social Media

More News Of This Category