1. ra7665785@gmail.com : admin :
জংশন নাম পরিবর্তনের দাবিতে মানব বন্ধন - Alifnewstv.com
শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০২:১৪ পূর্বাহ্ন

জংশন নাম পরিবর্তনের দাবিতে মানব বন্ধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ২৩ Time View

বাঘারপাড়া প্রতিনিধি
মোঃ ইমরান হোসেন।

যশোর জেলার বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের, এক সুনামধন্য গ্রামের নাম রাধানগর।
এই গ্রামজুড়ে তৎকালীন সময়ে ছিল রাজাদের বসবাস
তাদের সেই বসবাসরত জায়গাগুলোর অনেক স্হান কালের সাক্ষী হয়ে রয়েছে ও বটে,
সেই রাজাদেরই একজন (নারায়ণ চন্দ্র, তারই একমাএ রাজকন্যা রাধার) নাম অনুসারে নামকরণ করেন এই গ্রামের নাম (রাধানগর)
সেই রাধানগর এখন হতভাগা বা অস্তিত্ব হারানোর
নামে পরিচিতি লাভ করতে যাচ্ছে,
এই গ্রামের মানুষ গুলো খুবই নম্র এবং ভদ্র,স্বভাবের/ এই গ্রামের শতকারা ৮০% মানুষই একটু মানবতার টাইপের ও বটে।
তাতে বেশি কোন সমস্যাও না
কারণ দিন শেষে তারা খুবই মানবিক। এই গ্রামে যে গুলো সরকারি প্রতিষ্ঠানের জন্ম হয়েছে তা অন্যদের নামে,
তার ভিতর এই একটা,
বৃহত্তম প্রতিষ্ঠান
যা ইদানিংকালে বহু লোকের দৃষ্টিনন্দন কেড়েছে
(পদ্মবিলা জংশন)
জংশন রাধানগরে,
কিন্তু নাম পদ্মবিলার
ঝামেলা কিন্তু এখানে ও শেষ হয়নি, একই জেলা হলেও থানারও কিন্তু বিভক্তি ঘটেছে।
তাই এই এলাকাবাসী ইউনিয়নের সর্বস্থরের জনগণের দাবি একটাই বিগত দিনে এই অনিয়মও দূনীর্তির সাথে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

পদ্মবিলা জংশন নাম করণের পরিবর্তে রাধানগর জংশন নাম করণের দাবি করেছেন এই এলাকার সর্বস্থরের জনগণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category