1. ra7665785@gmail.com : admin :
ছাত্র ছাত্রীদের বুকে গুলি না চালাতে বললেন সোহেল তাজ - Alifnewstv.com
রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৬:১৩ অপরাহ্ন

ছাত্র ছাত্রীদের বুকে গুলি না চালাতে বললেন সোহেল তাজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ১০৪ Time View

ঢাকা প্রতিনিধি :
ডিবি পুলিশের হেফাজতে থাকা কোটা আন্দোলনের ৬ সমন্বয়কের সঙ্গে সাক্ষাৎ করতে ডিবি কার্যালয়ে গিয়েছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ।

সোমবার বিকালে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে প্রবেশ করেন তিনি।

সেখান থেকে বের হয়ে সন্ধ্যায় ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সোহেল তাজ বলেন, কোটা আন্দোলন ঘিরে যে সম্পদ ধ্বংস হয়েছে তা জনগণের টাকায় আবার করা যাবে। কিন্তু প্রাণের তুলনায় এই সম্পদ কিছুই না।

তিনি বলেন, বিবেকের তাড়নায় সাধারণ নাগরিক হিসেবে ডিবিতে এসেছি সমন্বয়কদের সঙ্গে দেখা করতে, দেশের ওপর সবার হক আছে। এজন্য এসেছি ছাত্র-ছাত্রীদের বুকে যেন আর একটাও গুলি না করা হয়।

আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, এই দেশ তোমাদের, আশা ছাড়া যাবে না। সবসময় অন্যায়ের প্রতিবাদ করতে হবে।

ছয় সমন্বয়ককে ছাড়া হবে কি না— এমন এক প্রশ্নের জবাবে সোহেল তাজ বলেন, আমি বিষয়টি নিয়ে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে তাদের ছাড়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category