1. ra7665785@gmail.com : admin :
গদখালি রেলস্টেশন চালুর দাবিতে রেলপথ অবরোধ - Alifnewstv.com
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০১:৪৯ অপরাহ্ন

গদখালি রেলস্টেশন চালুর দাবিতে রেলপথ অবরোধ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ২৫৮ Time View

যশোরের ঝিকরগাছায় গদখালি রেলস্টেশন চালু সহ ৬ দফা দাবিতে রেলপথ অবরোধ করেছে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি এবং যশোর ফুল উৎপাদক ও বিপণন সমিতি লিঃ এর নেতৃত্বে বিভিন্ন পেশাজীবি ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী, মুক্তিযোদ্ধাবৃন্দ ও হাজারো সাধারণ মানুষ।

যশোর ফুল উৎপাদক ও বিপণন সমিতির সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মীর ফারুখ আহম্মেদ এর সঞ্চালনায় উক্ত অবরোধ কর্মসূচিতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এবং ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রশিদুর রহমান রশিদ, ঝিকরগাছা সেবা সংগঠন ও ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন, যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান ভিটু, এডভোকেট আমিনুর রহমান হিরু, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মতিয়ার রহমান সহ আরও অনেকে।

অবরোধ কর্মসূচিতে বক্তারা ফুলের রাজ্য গদখালির অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনায় নিয়ে গদখালি রেলস্টেশন চালু সহ অন্যান্য সকল দাবি দ্রুত মেনে নেওয়ার আহবান জানান। এসময় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

তথ্যচিত্রে মিজানুর রহমান( যশোর) আলিফ নিউজ টিভি

Please Share This Post in Your Social Media

More News Of This Category