1. ra7665785@gmail.com : admin :
খুলনা রূপসায় যৌথ বাহিনীর অভিযানে মাদক বোমা ও অস্ত্র গুলিসহ ডাকাত গ্রেফতার ৪ - Alifnewstv.com
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন

খুলনা রূপসায় যৌথ বাহিনীর অভিযানে মাদক বোমা ও অস্ত্র গুলিসহ ডাকাত গ্রেফতার ৪

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১২১ Time View

মোঃ জুয়েল খান খুলনা বিভাগীয় প্রতিনিধি।

খুলনার রূপসায় যৌথ অভিযানে মাদক, বোমা, অস্ত্র-গুলি সহ সক্রিয় ডাকাত চক্রের ৪ সদস্য মোঃ সাব্বির হোসেন (৩৪) সহ তার ৩ জন সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড। বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে তাদেরকে আটক করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান, ২ রাউন্ড তাজা কার্তুজ, ২ রাউন্ড তাজা বুলেট, ৩টি দেশীয় হাত বোমা, ১শ’ পিস ইয়াবা এবং ৩টি দেশীয় ধারালো অস্ত্রসহ সক্রিয় ডাকাত চক্রের ৪ সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লেঃ মাহবুবুর হোসেন জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে ৩০ অক্টোবর (বুধবার) রাত সোয়া ১২টার দিকে খুলনা জেলার রূপসা উপজেলার ঘুপিয়ার খাল ঘের এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান চলাকালীন ডাকাত চক্র কর্তৃক দখলকৃত ঘেরের পানির নিচে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটার গান এবং ঘেরের মাচাঘর তল্লাশি করে ২ রাউন্ড তাজা কার্তুজ, ২ রাউন্ড তাজা বুলেট, ৩টি দেশীয় হাত বোমা, ১শ’ পিস ইয়াবা, ৩টি দেশীয় ধারালো অস্ত্র এবং ৪টি মোবাইল ফোনসহ সক্রিয় ডাকাত চক্রের সদস্য সাব্বির হোসেন (৩৪)সহ তার ৩ জন সহযোগীকে আটক করা হয়।
আটককৃতরা দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে অস্ত্র ব্যবহার করে জোরপূর্বক অন্যের ঘের দখল, ডাকাতি এবং নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। জব্দকৃত অস্ত্র, হাত বোমা, মাদক, দেশীয় অস্ত্র, মোবাইল ফোন ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সকল আলামতসহ রূপসা থানায় হস্তান্তর কার্যক্রম চলমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category