1. ra7665785@gmail.com : admin :
খুলনার পাইকগাছায় র‍্যালি, আলোচনা ও ঋণের চেক বিতরণ মাধ্যমে জাতীয় যুব দিবস পালিত - Alifnewstv.com
শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৩:০১ পূর্বাহ্ন

খুলনার পাইকগাছায় র‍্যালি, আলোচনা ও ঋণের চেক বিতরণ মাধ্যমে জাতীয় যুব দিবস পালিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৩৪ Time View

মোঃ জুয়েল খান খুলনা বিভাগীয় প্রতিনিধি।

খুলনার পাইকগাছায় র‍্যালি, আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ মাধ্যমে “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যের আলোকে জাতীয় যুব দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়ছে। এ উপলক্ষ্যে পাইকগাছায় র‍্যালি, অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্স সমাপনী, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ সহ বিভিন্ন অনুষ্ঠান করা হয়েছে।
শুক্রবার সকালে দিবসটি উদযাপনের শুরুতেই উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পারভিন আক্তার বানু-র সভাপতিত্বে আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন, চলতি দায়িত্ব ওসি তুষার কান্তি দাস, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া,
সঞ্চালন করেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান, বক্তৃতা করেন, পাইকগাছা প্রেসক্লাবের সদস্য পূর্ণ চন্দ্র মন্ডল, ব্যবসায়ী নিজাম উদ্দিন গাজী, যুব কাউন্সিল মুক্তি সরদার, যুব উন্নয়নের মোঃ রবিউল ইসলাম, সফল উদ্যোক্তা মরিচ খ্যাত মলয় কুমার মন্ডল, আরিফ হোসেন, সাংবাদিক এএফএম বদিউজ্জামান ও খোরশেদ আলম, মোঃ শরিফুল আজম, সুজয় সাহা। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের সনদ ও ১১জন কে ৭ লাখ ৯০ হাজার ৮ শত টাকার অপ্রাতিষ্ঠানিক যুব ঋণের চেক বিতরণ করেন। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সফল উদ্যোক্তা, প্রশিক্ষণার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category