মোঃ জুয়েল খাঁন খুলনা বিভাগীয় প্রতিনিধি।
খুলনার তেরোখাদায় বুধবার সন্ধ্যায নৌবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাজ্জাত মোল্লা আটক হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মোঃ নাঈম-উল-হক এর নেতৃত্বে ১৬ জন সদস্য নিয়ে তেরোখাদার অর্জুনা বলর্দ্বনা মাটিয়ারকুল ব্রিজ সংলগ্ন একটি বাগান বাড়ি থেকে মাদক সেবন অবস্থায় আদমপুর গ্রামের মৃত আবুল হোসেন মোল্লার পুত্র কুখ্যাত মাদক ব্যবসায়ী হাজ্জাত মোল্লাকে আটক করেছেন।
হাজ্জাত মোল্লার স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ি থেকে ২৫ পিস ইয়াবা, ১টি রামদা, ১টি সুইচ গিয়ার, ১ টি চাকু, ২ টি টর্চ লাইট, একটি ১ টি মোটরসাইকেল এবং মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। যৌথবাহিনীর অপারেশনে বাংলাদেশ পুলিশ সদস্যরাও অংশ নেয়।
এর আগে ২২ অক্টোবর নৌবাহিনীর সদস্যরা হাজ্জাত মোল্লার বাড়িতে অভিযান চালিয়ে তার ১৫৮ পিস ইয়াবা, ১ টি রাম দা,নগদ ৪০৭০ টাকা ও মাদক সেবনের সরঞ্জামসহ তার স্ত্রী ডেইজী বেগম ও পুত্র মোঃ মেহেদী হাসান রাজুকে আটক করেন।