1. ra7665785@gmail.com : admin :
খুলনায় তিন প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা - Alifnewstv.com
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১২:২৩ অপরাহ্ন

খুলনায় তিন প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ২২৮ Time View

জেলা প্রতিনিধি খুলনা :
খুলনায় মেয়াদোত্তীর্ণ ওএরমধ্যে কৈয়া বাজার এলাকার মেসার্স ভাই ভাই বাণিজ্য ভান্ডারকে উৎপাদনের তারিখ ও মেয়াদবিহীন পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ২০ হাজার টাকা এবং একই অপরাধে মেসার্স রিপন ব্রাদার্সকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এ ছাড়া মেয়াদ উত্তীর্ণ পন্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে মেসার্স খুলনা বিল্ডার্সকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিব, বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) শরীফা সুলতানা, ক্যাব খুলনার সদস্য জেড. এন. সুমন, বিভাগীয় কার্যালয়ের অন্যান্য সদস্য ও পুলিশ সদস্যরা।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও জেলা কার্যালয়ের কর্মকর্তারা জানান, আজ খুলনা মহানগরীর হরিণটানা থানায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। এ সময়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী, চাল, ওষুধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেঁয়াজ, মুরগির বাজার ও ডিমের বাজারদর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন। অভিযানকালে হরিণটানা থানার কৈয়া বাজার এলাকায় ওষুধ, মুরগি, ডিমের ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাইকারি ও খুচরা বাজার দর যাচাই করা হয়। অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category