আন্তর্জাতিক ডেস্ক
ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবারের মতো মুখ খুললেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। তাকে ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিকে দায়ী করেছেন তিনি। শনিবার (১০ আগস্ট) দলের নেতাকর্মীদের উদ্দেশে যে বার্তা দিয়েছেন শেখ হাসিনা, সেখানেই তিনি বিষয়টি স্পষ্ট করেছেন। ভারতের সংবাদমাধ্যম দ্য প্রিন্ট এ খবর জানিয়েছে।মনোবল হারাবেন না। আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়িয়েছে।’
সাবেক এই প্রধানমন্ত্রী তাঁর বক্তব্য বিকৃত করার অভিযোগ করেছেন। তিনি বলেছেন, ‘তরুণ শিক্ষার্থীদের আবারও বলতে চাই, আমি কখনোই আপনাদের রাজাকার বলিনি। আমার কথাগুলো বিকৃত করা হয়েছে। একটি মহল ফায়দা নিয়েছে।’
শেখ হাসিনার বিরুদ্ধে সপ্তাহব্যাপী ছাত্র বিক্ষোভে ৩০০ জনের বেশি মানুষ মারা গেছে। শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অন্যান্য দেশ।
নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় সরাসরি বিদেশি বিনিয়োগকারী দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে তার দৃঢ় সম্পর্ক রয়েছে বলে মনে করা হচ্ছে।