বাশার খোন্দকার ঝিনাইদহ
গত ৪ দিনে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা থেকে ৬জন বিএনপি-জামায়াতের নেতা কর্মীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। গত ২২ জুলাই তারিখের একটি বিষ্ফোরক মামলায় তাদেরকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ মামলায় স্থানীয় এক সাংবাদিকের নাম থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা।
কোটচাঁদপুর উপজেলা বিএনপি’র সভাপতি আবদুর রাজ্জাক বলেন, কোটচাঁদপুর উপজেলাটি ছিল একেবারেই শান্ত। অথচ পুলিশ নতুন করে একটি মিথ্যা বিষ্ফোরক মামলা সাজিয়ে ১৯ জনের নাম উল্লেখসহ আরো ১৫/২০ অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছেন। এখন এ মামলাতেই বিএনপি-জামায়াতের নেতা কর্মীদেরকে ধরে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠাচ্ছেন।
বিষয়টি নিয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আল-মামুন বলেন, ২২ জুলাই বিকালে রাষ্ট্রবিরোধী সন্ত্রাসী কর্মকা–ঘটানোর উদ্দেশ্যে উপজেলার পাশপাতিলা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এজাহারে উল্লিখিত ব্যক্তিরাসহ আরো ১৫/২০ জন শলাপরামর্শ করছিলো। এ সময় পুলিশ খবর পেয়ে সেখানে হানা দিয়ে ২ জনকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়। ঘটনা স্থল থেকে পুলিশ ৬টি আবিষ্ফোরিত ককটেল সাদৃশ্য বোমা ও ১১টি বাঁশের লাঠি উদ্ধার করে। যার মামলা নং-১২, তারিখ ২২/০৭/২০২৪। তিনি বলেন, এ মামলায় এ পর্যন্ত (২৫ জুলাই) ৫ জন বিএনপি নেতা কর্মিসহ ১ জামায়াত নেতাকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে এ মামলায় দৈনিক বীর জনতা পত্রিকার সাংবাদিক আব্দুল্লা বাশারকে আসামি করায় স্থানীয় সাংবাদিকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে গত ২৫জুলাই সকালে প্রেসক্লাব কোটচাঁদপুরে এক প্রতিবাদ সভায় সাংবাদিক নেতারা বলেন, উদ্দেশ্যে মূলক ভাবে সাংবাদিকদের চাপে রাখতে মামলায় সাংবাদিক আব্দুল্লা বাশারের নাম দেয়া হয়েছে। যা সাংবাদিক সমাজ কোন ভাবেই মেনে নিতে পারে না। সাংবাদিক নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে এ মামলা থেকে সাংবাদিক আব্দুল্লা বাশারের নাম প্রত্যাহারের দাবি জানান।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব কোটচাঁদপুরের সভাপতি শেখ নজরুল ইসলাম। বক্তব্য রাখেন-প্রেসক্লাব কোটচাঁদপুরের সেক্রেটারি এবং কালের কণ্ঠ ও গ্রামের কাগজ পত্রিকার কাজী মৃদুল, যায়যায়দিন পত্রিকার আলমগীর খান, রুপান্তর প্রতিদিনের শেখ ইসমাইল হোসেন, সময়ের কাগজের রেজাউল ইসলাম, দেশ সংযোগ পত্রিকার মোস্তাফিজুর রহমান, দৈনিক বাংলার দূত পত্রিকার জাহাঙ্গীর আলম, বাংলাদেশ সমাচারের আবু সাইদ শওকত আলী প্রমুখ সাংবাদিক নেতৃবৃন্দ।