কোটচাঁদপুর প্রতিনিধিঃ ঝিনাইদহ
ঝিনাইদহের কোটচাঁদপুরে জামায়াতে ইসলামীর সদস্য পদ থেকে বহিষ্কৃত হলেন আনোয়ার হোসেন। গত শনিবার (১০ ই আগষ্ট) সকালে তাঁকে বহিষ্কার করা হয়। দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে ওই সদস্যকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা জামায়াতে সেক্রেটারি শরিফুল ইসলাম ।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, কোটচাঁদপুরের ফুলবাড়ি গ্রামের জামায়াতে ইসলামীর সদস্য আনোয়ার হোসেন। তাঁর বিরুদ্ধে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগ ছিল। বিষয়টি স্বরজমিনে তদন্ত করতে ও দেশের চলমান পরিস্থিতি দেখতে শনিবার সকালে কোটচাঁদপুরের ফুলবা-ড়ি গ্রামে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য, জেলা নায়েবে আমীর ও ঝিনাইদহ-৩ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান। ঘটনাস্থলে যাবার পর ওই ঘটনার সত্যতা পান তিনি। এরপেক্ষিতে তাঁকে জামায়াতে ইসলামীর সদস্য পদ থেকে বহিস্কার করা হয়।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আমীর মোঃ আজিজুর রহমান, উপজেলা সেক্রেটারি মোঃ শরিফুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোয়াবিয়া হোসেন, বলুহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহআলম, উপজেলা জামায়াত ইসলামী সহসেক্রেটারী মশিউর রহমান ও অর্থ সম্পাদক রেজাউল হোসেন। এরপর অধ্যাপক মতিয়ার রহমান এলাকার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। খোঁজ খবর নেন ওই এলাকার সনাতন ধর্মাবলম্বী সহ নানা শ্রেণী পেশার মানুষদের। তিনি ঝিনাইদহ-৩ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনের সম্ভব্য প্রার্থী। এ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে তিনি মনোনীত প্রার্থী বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা ।