1. ra7665785@gmail.com : admin :
আমেরিকা থেকে দেশে ফিরছেন বেবী নাজনীন । - Alifnewstv.com
শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০১:৪৭ পূর্বাহ্ন

আমেরিকা থেকে দেশে ফিরছেন বেবী নাজনীন ।

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৪৬ Time View

 

মোঃ রুবেল আহমেদ (শিবচর প্রতিনিধি)

দীর্ঘ ৮ বছর আমেরিকায় প্রবাস জীবন কাটানোর পর এবার দেশে ফিরছেন ‘ব্লাক ডায়মন্ড’ খ্যাত সংগীত তারকা এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সংগীতশিল্পী বেবী নাজনীন।
ক্যারিয়ার জীবনে অসংখ্য গান ভক্তদের উপহার দিয়েছেন তিনি। সংগীত জীবনের পাশাপাশি পা রাখেন রাজনীতির মাঠেও। কিন্তু রাজনীতির এ পথই রুখে দেয় শিল্পী বেবী নাজনীনের পথ।

দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগের শাসনামলের শুরুতে নানাভাবে বাধাগ্রস্ত হতে শুরু করেন তিনি। যে কারণে দেশ ছেড়ে বেবী পাড়ি জমান আমেরিকায়।
সেখানে থেকেই বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে। শো করেছেন কানাডাসহ বিভিন্ন দেশে। বিদেশে কোনো পেশাগত কাজে বাধার সম্মুখীন হননি তিনি। তবে বাংলাদেশে সংগীত জীবনে নানাভাবে বাধার সম্মুখীন হন সংগীতশিল্পী। যে কারণে নেন দেশ ছাড়ার সিদ্ধান্ত।
বন্যা কবলিতদের পাশে দাঁড়াতে গান গাইবেন বেবী নাজনীন ।

জানা গেছে, আমেরিকা থেকে এবার কোকিলকণ্ঠী বেবী নাজনীন দেশে ফিরছেন। আগামী রোববার (১০ নভেম্বর) ঢাকার মাটিতে পা রাখবেন বেবী। সকাল ১০টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।

মা হারালেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন প্রসঙ্গত, সাড়ে চার দশকের ক্যারিয়ার জীবনে বেবী নাজনীন গান গেয়েছেন অর্ধশতাধিক একক ও অসংখ্য দ্বৈত অ্যালবামে। তার গাওয়া বিখ্যাত গানের মধ্যে রয়েছে কাল সারারাত ছিল স্বপনেরও রাত, দুচোখে ঘুম আসে না তোমাকে দেখার পরে, বন্ধু তুমি কই রে, সারা বাংলায় খুঁজি তোমারে, মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে, এলোমলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল ইত্যাদি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category