1. ra7665785@gmail.com : admin :
অভিনব কায়দায় মাদক পরিবহনের সময় ১৬.৫ কেজি গাজাসহ আটক - Alifnewstv.com
শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০২:১৬ অপরাহ্ন

অভিনব কায়দায় মাদক পরিবহনের সময় ১৬.৫ কেজি গাজাসহ আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ২২৩ Time View

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার :
অভিনব কায়দায় মাদক পরিবহনের সময় র‍্যাব -৬ অভিযান চালিয়ে ১৬.৫ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকার সহ মাদক কারবারিকে আটক করে।
র‍্যাব -৬ সুত্র জানান,০১ আগস্ট স্পেশাল কোম্পানি এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, একটি প্রাইভেটকারে ০১ জন ব্যক্তি ব্রহ্মনবাড়ীয়া থেকে খুলনার উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে আসছিল।
এমন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অফিসার ও ফোর্সের সহায়তায় গোপালগঞ্জ জেলার সদর থানাধীন চরগোবড়া গ্রামের আবুল খায়ের (মোল্লাহাট) সেতুর পূর্ব পাশে টোল প্লাজায় চেকপোস্ট স্থাপন করেন। আভিযানিক দলটি চেকপোস্ট করাকালীন একটি কালো রংয়ের প্রাইভেট কার চেকপোষ্ট অতিক্রম করাকালে কর্তব্যরত র‌্যাব সদস্যরা প্রাইভেট কারটি থামানোর জন্য সংকেত দিলে প্রাইভেট কারটি রাস্তার পাশে দাঁড় করানো মাত্রই প্রাইভেট কারে অবস্থানরত ০১ জন ব্যক্তি র‌্যাবের উপস্থিতি টের পাইয়া প্রাইভেট কারটির দরজা খুলে পালানোর চেষ্টা করিলে সঙ্গীয় ফোর্সের সহাতায় আসামী ১। মোঃ ইমরান হোসেন(২৮), পিতা-মোঃ রফিকুল ইসলাম রবি, মাতা-সালেহা বেগম, সাং-দেয়াড়া, (মিয়া বাড়ী), থানা-রুপসা, জেলা-খুলনা’কে গ্রেফতার করেন। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ১৬.৫ কেজি গাঁজা, ০১ টি প্রাইভেট কার, ০২ টি টার্চ মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেরকে গোপালগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category