মোঃ মেহেদী হাসান মুন্না, রাজশাহী:
ছাত্রদল ও ছাত্র অধিকার পরিরষদের নেতাকর্মীদের নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্র ইউনিয়ন পরিচালনার অভিযোগ উঠেছে। সংগঠনটির একাংশের সম্মেলনের তারিখ ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
গত ১ নভেম্বর রাবি শাখার প্রচার উপপরিষদ সাব্বির খান খান জিয়াম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সম্মেলনের তারিখ জানানো হয়। বিজ্ঞপ্তিতে সম্মেলন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য রাবি শাখার আহ্বায়ক মো. জান্নাতুল নাঈমকে চেয়ারম্যান ও যুগ্ম-আহ্বায়ক রাকিব হোসেনকে আহ্বায়ক করে নয় সদস্যের সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন করা হয়।
চেয়ারম্যান জান্নাতুল নাঈমের বিরুদ্ধে ছাত্রদলের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। আর আহ্বায়ক রাকিব হোসেন এক সময় ক্যাম্পাসে ছাত্র অধিকার পরিষদ করতেন। তিনি ২০২২ সালে ছাত্র অধিকার পরিষদের কমিটিতে সাধারণ সম্পাদক পদে ছিলেন ।
খোঁজ নিয়ে জানা যায়, গত ৩০ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির জন্য সাংগঠনিক সফরে এসে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় ছাত্র ইউনিয়ন রাবি সংসদের আহবায়ক জান্নাতুল নাঈমকেও ছাত্রদল নেতাকর্মীদের সাথে দেখা যায়।
এদিকে ছাত্র ইউনিয়নের যুগ্ম-আহ্বায়ক রাকিব হোসেনের নামেও উঠেছে নানা অভিযোগ। রাকিব হোসেন এক সময় ক্যাম্পাসে ছাত্র অধিকার পরিষদ করতেন। ২০২২ সালে ১৭ মার্চ ছাত্র অধিকার পরিষদের কমিটিতে সাধারণ সম্পাদক পদ পান তিনি। তবে দলের সাথে ঝামেলা হওয়ায় গুঞ্জন শোনা যায়। পরে ছাত্র অধিকার পরিষদ ছেড়ে ছাত্র ইউনিয়নে যোগ দেন তিনি। বছর না যেতেই দলের যুগ্ন আহবায়কের পদও পান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে মো. জান্নাতুল নাঈম বলেন, আমি শহীদ বুদ্ধিজীবী চত্বরের সামনে দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ ভিড় দেখে কি হয়েছে দেখতে গিয়ে দেখি ছাত্রদলের প্রোগ্রাম। এসময় সাংবাদিকরা আমার ছবি তুলে ফেলেন। আমি ছাত্রদলের সাথে সংশ্লিষ্ট না।
এ বিষয়ে জানার জন্য শাখা ছাত্র ইউনিয়নের যুগ্ম আহবায়ক রাকিব হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।
সার্বিক বিষয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (একাংশ) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাগীব নাঈম বলেন, নাঈম আমাদের সংগঠনে কলেজ শাখা থেকেই ছিল। তিনি এখনও আমাদের সংগঠনের সাথে আছে। আর রাকিব পূর্বে আমাদের সংগঠনে ছিল। আমাদের সংগঠনের কার্যক্রম স্তিমিত থাকার কারণে তিনি অন্য সংগঠনে যুক্ত ছিল। এখন আমাদের সংগঠনের সাথেই কাজ করে যাচ্ছে।